সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ২৭৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার (৩১ মার্চ) শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মালেক স্পিনিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৮ দশমিক ৪৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
রোববার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, আইপিডিসি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জিএসপি ফাইন্যান্স এবং গোল্ডেন জুবিলি ফান্ড।
অর্থসংবাদ/এমআই