ক্যাটাগরি: জাতীয়স্বাস্থ্য

দেশে সিজারিয়ান ডেলিভারি বেড়েছে ৯ শতাংশের বেশি

দেশে স্বাভাবিক পদ্ধতিতে সন্তান প্রসবের হার কমে যাচ্ছে। বিপরীতে গত এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, সিজারিয়ান ডেলিভারির হার ৯ শতাংশের বেশি বেড়েছে।

গত রবিবার বিবিএসের ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২৩’ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, দেশে স্বাভাবিক পদ্ধতিতে সন্তান প্রসবের হার ২০২২ সালে ছিল ৫৮ দশমিক ৬ শতাংশ, এটা ২০২৩ সালে কমে হয়েছে ৪৯ দশমিক ৩ শতাংশ।

অন্যদিকে সিজারে ডেলিভারির হার ২০২২ সালে ছিল ৪১ দশমিক ৪ শতাংশ। এক বছরের ব্যবধানে ২০২৩ সালে হয়েছে ৫০ দশমিক ৭ শতাংশ।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হারও বেড়েছে। ২০২২ সালে যেখানে প্রতি হাজারে ৩১ জন শিশু মারা গিয়েছিল, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩ জনে। ২০২২ সালে এক মাসের কম বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে মারা যায় ১৬ জন, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২০ জনে।

২০২২ সালে এক বছরের কম বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে মারা যায় ২৪ জন, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২৭ জনে।

শেয়ার করুন:-
শেয়ার