বদলি হতে পারবেন বেসরকারি মাদ্রাসার শিক্ষকরাও

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের পর এবার বেসরকারি মাদরাসা শিক্ষকদেরও বদলি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এ নিয়ে সাত সদস্যের কমিটি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে বদলি নীতিমালা খসড়া তৈরির আদেশ দেয়া হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছন কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন। তবে কমিটির অন্য সদস্যদের নাম জানা যায়নি।

অধিদফতর সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আদলেই মাদ্রাসা শিক্ষকদের বদলির খসড়া তৈরি হবে। কিছুটা পরিবর্তন হলেও মৌলিক বিষয়গুলো একই থাকবে। খসড়া তৈরি করতে এক থেকে দেড় মাসের মতো সময় লাগতে পারে। তবে দ্রুত খসড়া তৈরির চেষ্টা করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষকদের নানান সমস্যার কথা বিবেচনা করে গত বছর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নেয় সরকার। মাউশির অধীনে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নীতিমালার খসড়া প্রায় চূড়ান্ত।

তবে মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল না। এ নিয়ে ক্ষোভ জানিয়ে আসছিলেন মাদরাসার শিক্ষকরা। অবশেষে তাদের বদলির কার্যক্রম শুরু করলো মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

শেয়ার করুন:-
শেয়ার