রোজার মাসে মানুষ যাতে ঈদের কেনাকাটা করে সহজে স্বস্তি নিয়ে ঘরে ফিরতে পারে সে জন্য মেট্রোরেলের সময় রাতে এক ঘণ্টা বাড়িয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এতে স্বস্তি প্রকাশ করছেন সাধারণ যাত্রীরা।
বুধবার (২৭ মার্চ) থেকে এ সময় বাড়ায়স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন এ সিদ্ধান্ত চমৎকার হয়েছে। রাতে যাতায়াতে মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।
রাত ৯টার দিকে সরেজমিন রাজধানীর কারওয়ানবাজার স্টেশনে দেখা যায়, ট্রেনের জন্য অপক্ষো করছেন অনেক যাত্রী। এসময় অনেক যাত্রীকে দেখা যায় এমআরটি পাসে রিচার্জ করছেন, কিনছেন টিকিট।
বাংলামোটরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সুফিয়ান সাদি। আরটিভি নিউজকে তিনি বলেন, খুব ভাল হয়েছে। মেট্রোরেল চলাচলে এক ঘণ্টা সময় বাড়ানোয় মানুষ এখন কাজ শেষ করে দ্রুত বাসায় যেতে পারবেন। তবে সময়টা আরও বাড়ানো উচিত। কেননা রাজধানীতে রাতেই জ্যাম থাকে। রাত ১১টা পর্যন্ত মেট্রোরেল চালু থাকলে মানুষের ভোগান্তি অনেকেটাই কমবে।
রিয়াদ মোর্শেদ ফাহিম। কারওয়ান বাজারে একটি বেসরকারি গণমাধ্যমে চাকরি করেন। তিনি বলেন, মেট্রোরেলের সময় বাড়ানোয় খুব ভালো হয়েছে। অফিস কাছে হলেও মেট্রোরেলে চলাচল করতে পারতাম না। একঘণ্টা সময় বাড়ানোর ফলে সুযোগটা তৈরি হয়েছে। এখন নিয়মিত মেট্রোরেলে চলাচল করা যাবে।
তিনি আরও বলেন, রাজধানীতে বাসে চলাচল যে কতটা ভোগান্তির তা ভুক্তভোগী সবাই জানে। এবার সেই ভোগান্তি পোহাতে হবে না। তবে এই সময় একঘণ্টা নয়, আরও বাড়ানো হলে মানুষ নির্বিগ্নে যাতায়াত করতে পারবে। মেট্রোরেলে যাতায়াতের জন্য তিনি আজই এমআরটি পাস নিয়েছেন বলেও জানান।
ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারওয়ানবাজার স্টেশনের বিপণন কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রথম দিনেই যাত্রীদের বেশ ভালো সাড়া পাচ্ছি। সময় বাড়াতে যাত্রীরাও খুব খুশি।
এ কর্মকর্তা আরও বলেন, সিঙ্গেল এন্ট্রি যাত্রীরা রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত মেট্রো স্টেশনে এসে টিকিট সংগ্রহ করতে পারবেন। যাদের এমআরটি পাস আছে, তারা রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত যাতায়াত করতে পারবেন। মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে সবশেষ ট্রেনটি ছেড়ে আসবে।
উত্তরা থেকে ট্রেন ছাড়ার শেষ সময় সম্পর্কে তিনি বলেন, উত্তরা থেকে রাত ৯টায় সবশেষ ট্রেনটি ছেড়ে আসবে। যাদের এমআরটি পাস আছে তারা রাত ৯টার মধ্যে উত্তরা থেকে মতিঝিল যাতায়াত করতে পারবেন।
এদিকে মঙ্গলবার (২৬ মার্চ) সংবাদ সম্মেলনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, ঈদের কেনাকাটার জন্য বের হওয়া মানুষের কথা চিন্তা করে মেট্রোরেলের সময় বাড়ানো হয়েছে। রোজা শেষে আবারও আগের সময়সূচিতে ফিরবে মেট্রোরেল। তবে চাহিদা থাকলে এই সময়সূচি নিয়মিত রাখারও পরিকল্পনা আছে।
ডিএমটিসিএল সূত্রে জানা যায়, বুধবার থেকে উত্তরা থেকে সবশেষ ট্রেন ৯টা এবং মতিঝিল থেকে সবশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে ছাড়বে। শেষের এই এক ঘণ্টায় ১২ মিনিট পরপর চলবে ট্রেন। এতে ১০টি ট্রিপ বেশি চলবে মেট্রোরেল। আগে দিনে ১৮৪ বার চললেও এখন চলবে ১৯৪ বার।
কাফি