ফেব্রুয়ারিতে অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ প্রবৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা রেখেছে ভারত, চীন, তুরস্ক ও ইরান।
ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
চীনের বাজারে বাড়লেও চলতি বছর বিশ্বজুড়ে ইস্পাতের দাম নিম্নমুখী থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মূল্যস্ফীতির চাপ, ধারাবাহিক সুদহার বৃদ্ধি, অর্থনৈতিক মন্দার আশঙ্কাসহ নানা কারণে বছরজুড়ে ধাতুটির চাহিদা থাকবে কম। বিপরীতে বাড়তে পারে উৎপাদন।
ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে বিশ্বজুড়ে ১৪ কোটি ৮৮ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়। গত বছরের একই সময় উৎপাদন হয় ১৪ কোটি ৩৬ লাখ টন। বছরের প্রথম দুই মাসে উৎপাদন হয়েছে ৩০ কোটি ৬৯ লাখ টন। গত বছরের একই সময়ের চেয়ে যা প্রায় ৩ শতাংশ বেশি।
ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন জানায়, বিশ্বের শীর্ষ উৎপাদক চীনে গত মাসে ৮ কোটি ১২ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বেশি।
এমআই