ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এবং রমজানের ভাবগাম্ভীর্য বজায় রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে প্রশাসন ভবনের সামনে চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান উপস্থিত ছিলেন। একই সময়ে অনুরূপভাবে হলসমূহে জাতীয় পতাকা ও হলের পতাকা উত্তোলন করা হয়।
সকালে প্রশাসন ভবনের সামনের চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বর্নাঢ্য আনন্দ র্যালি শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর একে একে বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, বিভিন্ন পরিষদ ও ফোরাম, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, কর্মকর্তা, কর্মচারী পর্যায়ক্রমে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত ৯টা হতে ৯টা ১মিনিট পর্যন্ত (১ মিনিট) বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ব্ল্যাক-আউট করা হয়। ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ নানা কর্মসূচিতে মাহে রমজানের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা এ দিনটি উদযাপন করেন।
অর্থসংবাদ/সাকিব/এসএম