পবিত্র রমজান মাসে মেট্রোরেলে যাত্রী চলাচল কমেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি বলেন, রমজানের আগে প্রতিদিন ২ লাখ ৯০ থেকে ২ লাখ ৯৫ হাজার যাত্রী মেট্রোয় যাতায়াত করত। কিন্তু রমজানে যাত্রী যাতায়াত কমেছে। এখন ২ লাখ ৪৬ হাজারের মতো যাত্রী প্রতিদিন যাতায়াত করছে৷
আয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন ৩ লাখ যাত্রী যাতায়াত করে, তখন দেড় কোটি টাকার মতো আয় হয়। কিন্তু এখানে এমআরটি পাসের যাত্রীদের অর্থ জমা থাকার একটি বিষয় আছে। যে কারণে আমরা এটি ভ্যারিফাইডভাবে প্রকাশ করি না।