ক্যাটাগরি: জাতীয়

স্বাধীনতা দিবসে চিড়িয়াখানার প্রবেশ ফি মওকুফ

রাজধানীতে জীবন্ত বন্যপ্রাণী দেখার একমাত্র স্থান জাতীয় চিড়িয়াখানা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনভর চিড়িয়াখানায় প্রবেশ ফি মওকুফ করেছে কর্তৃপক্ষ। এতে চিড়িয়াখানায় প্রবেশে দর্শনার্থীদের জন্য কোনো টাকা দিতে হবে না।

মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা এ সুবিধা পাবেন।

চিড়িয়াখানার কিউরেটর মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দর্শনার্থীদের জন্য এটা উপহার।

উইকিপিডিয়ার তথ্যমতে, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে প্রায় ১৩৪ প্রজাতির ২হাজার ১৫০টির মতো প্রাণী রয়েছে।

বিনোদনকেন্দ্রটি শীতকালে (নভেম্বর থেকে মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং গ্রীষ্মকালে (এপ্রিল থেকে অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার