নতুনবাজার বস্তির আগুনে আহত ২ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নতুনবাজার বস্তির আগুনে আহত ২ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
রাজধানীর কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তির আগুনে দুজন আহত হয়েছেন। আহত দুজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন বলে মিরপুর মডেল থানা সূত্র জানিয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টা ৩ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। নেভে রাত ২টার পর। আজ শনিবার সকালে ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভে রাত ২টা ৫ মিনিটে।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, আগুনে বস্তির ৮৪টি ঘর পুড়ে গেছে বলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছে। তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মাহফুজ রিবেন বলেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসেরও দুই কর্মী সামান্য আহত হয়েছেন।

আগুনের সূত্রপাত কীভাবে সে ব্যাপারে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বজলার রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নতুনবাজার বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। বস্তির কিছু ঘর আগুনে পুড়ে গেছে।

এসআই বজলার রহমান জানান, নতুন বাজার বস্তিতে দুই হাজারের বেশি পরিবার বসবাস করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু