পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক আদেশে হাইকমিশনারকে ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়।
২০২০ সাল থেকে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কূটনীতিক রুহুল আলম। তিনি সাবেক হাইকমিশনার তারিক আহসানের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের এ কর্মকর্তা এর আগে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বার্লিন, দিল্লি, সিঙ্গাপুর, করাচি মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
রুহুল আলম ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া ও ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি প্রশান্ত মহাসাগর অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।