ক্যাটাগরি: জাতীয়

এক বছরে সিজারিয়ান ডেলিভারি বেড়েছে ৯ শতাংশ: বিবিএস

দেশে এক বছরে সিজারিয়ান ডেলিভারির হার বেড়েছে ৯ শতাংশের বেশি। এমনটাই জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। রবিবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২৩’ প্রকাশ করা হয়।

ওই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, ২০২৩ সালে সিজারিয়ান ডেলিভারির হার বেড়ে ৫০ দশমিক ৭ শতাংশ হয়েছে। আগের বছর যা ছিল ৪১ দশমিক ৪ শতাংশ।

স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেমের (এসভিআরএস) প্রকল্প পরিচালক আলমগীর হোসেন তথ্য প্রকাশ করে বলেন, এটি উদ্বেগজনক এবং বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার