ক্যাটাগরি: পুঁজিবাজার

বিদায়ী সপ্তাহে স্টাইল ক্রাফটের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (১৮-২১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৮৫ কোম্পানির মধ্যে ২২৯টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে স্টাইল ক্রাফট লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে স্টাইল ক্রাফটের শেয়ারদর কমেছে ৭ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৬৪ টাকা ৬০ পয়সা। যেখানে আগের সপ্তাহে শেয়ারদর ৬৯ টাকা ৬০ পয়সা ছিলো।

দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা এসএস স্টিলের শেয়ারদর কমেছে ৬ দশমিক ৭৯ শতাংশ। আর শেয়ারের দাম ৬ দশমিক ৪১ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে জুট স্পিনার্স লিমিটেড।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের ৬ দশমিক ১২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৬ দশমিক ০৬ শতাংশ, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ৬ দশমিক ০৫ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ০৫ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫ দশমিক ৮৬ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৫৬ শতাংশ এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ৫ দশমিক ৩২ শতাংশ শেয়ারদর কমেছে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার