চাহিদা নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় গতকাল আন্তর্জাতিক বাজারে কমেছে তামার দাম। সম্প্রতি ধাতুটির বাজারদর বেড়ে ১১ মাসের সর্বোচ্চে উঠে গিয়েছিল।
বাজার পর্যবেক্ষকরা বলছেন, লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৯০২ ডলারে। আগের দিন দাম কমেছিল প্রায় ১ দশমিক ২ শতাংশ।
বাজারের তথ্য অনুসারে, গত সোমবার এলএমইতে তামার দাম টনপ্রতি ৯ হাজার ২৫ ডলার ৫০ সেন্টে উঠে যায়, যা গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ। মূলত গত সপ্তাহে চীনের তামার বিগলন কেন্দ্রগুলো উৎপাদন কমানোর লক্ষ্যে একটি চুক্তি করলে বাজারে এমন উল্লম্ফন দেখা দেয়।
তবে বিনিয়োগকারীরা চীনের প্রপার্টি খাত নিয়ে এখনো উদ্বিগ্ন। এ খাতেই মূলত তামাসহ অন্যান্য শিল্প ধাতুর ব্যবহার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা জানান, চীনের বাজারে এখন তামার চাহিদা অনেকটাই দুর্বল। এর ফলে চাপের মুখে রয়েছে ধাতুটির বাজার। এছাড়া ডলারের শক্তিশালী বিনিময় হারও দাম কমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।