ক্যাটাগরি: পুঁজিবাজার

তিন শতাধিক কোম্পানির দরবৃদ্ধিতে লেনদেন ৬১০ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে এদিন ৩০৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এসময় লেনদেন ছাড়িয়েছে ৬১০ কোটি টাকা। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২১ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৯ দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯৪১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১২৯৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৫ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২০৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪২২ কোটি ৮৩ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০৩টি কোম্পানির, বিপরীতে ৪৪ কোম্পানির দর কমেছে। আর ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার