ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রথম ম্যাচ খেলতে নেমেই ৫ উইকেটের দেখা পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে এ কীর্তি গড়েন।
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি ৪০ বর্ষী তারকা বোলার। খেলার মাঝপথে সংসদের অধিবেশনে যোগ দিতে মাঠ ছাড়েন। এরপর দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন এবারের জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পাওয়া মাশরাফি।
গাজী গ্রুপের বিপক্ষে শর্ট রান আপে বল করা মাশরাফির হাতে দশ ওভারের পর বল তুলে দেন রূপগঞ্জের অধিনায়ক শুভাগত হোম। প্রথম ওভারেই আসে সাফল্য, গাজীর প্রিতম কুমারকে প্রথম ওভারেই কট এন্ড বোল্ড বানিয়ে তুলে নেন উইকেট।
এরপর মোহাম্মদ সাব্বির হোসেন শিকদার, ফয়সাল আহমেদ রায়হান, মঈন খান এবং অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে আউট করে ৫ উইকেটের কোটা পূরণ করেন।
এদিন মাশরাফি মোট বল করেছেন ৮ ওভার, রান দিয়েছেন ১৯। ২.৩৮ ইকোনোমিতে শিকার করেন পাঁচ উইকেট। গত বছরের মার্চে সবশেষ ডিপিএল খেলতে নেমে পাঁচ উইকেটের দেখা পান জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি।
অর্থসংবাদ/এমআই