মহামারি আকারে ছড়িয়ে পড়া চীনের প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বৃহস্পতিবার জেনেভায় এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয় সংস্থাটি। খবর সিএনএন, আল জাজিরা।
সিএনএনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত এ রোগে আক্রান্তের সংখ্যা ৮০০০ ছাড়িয়ে গেছে।
চীনের ৩১টি প্রদেশেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। ভূতুড়ে শহরে পরিণত হচ্ছে চীনের বড় শহরগুলো।