ক্যাটাগরি: পুঁজিবাজার

দুই ঘণ্টায় লেনদেন ২৬২ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেনে শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৬২ কোটি ৬৪ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২১ মার্চ ) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬৯ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৪১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ সূচক ১৭ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ২৩ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯৪ ও ২০৫৫ পয়েন্টে।

লেনদেনের দুই ঘণ্টা শেষে দাম বেড়েছে ৩১৬টির, কমেছে ৩০টির এবং ৪১ কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার