সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক কমেছে ৫৮ পয়েন্ট। একইসময়ে লেনদেন হয়েছে ২৩৩ কোটি ৭০ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৯ মার্চ ) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫৮ দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ সূচক ১৩ দশমিক ৬৫ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ১৫ দশমিক ০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৭২ ও ২০২৭ পয়েন্টে।
লেনদেনের দুই ঘণ্টা শেষে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ২৭৪টির এবং ৫২ কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
অর্থসংবাদ/এমআই