ক্যাটাগরি: ধর্ম ও জীবন

রমজানের প্রথম সপ্তাহে মসজিদে নববীতে অর্ধকোটি মুসল্লির আগমন

পবিত্র মাহে রমজানের প্রথম সপ্তাহে সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে আগমনকারী ইবাদতপালনকারীদের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে হারামাইন শরিফাইন জেনারেল অথোরিটি।

সাবাক ওয়েব সাইটের খবরে বলা হয়েছে, হারামাইন শরিফাইন জেনারেল অথোরিটির মসজিদে নববী কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতি অনুযায়ী গত এক সপ্তাহে ৫২ লাখ ২৫ হাজার ২৩১ জন আগমনকারী অথোরিটির সেবার মাধ্যমে উপকৃত হয়েছেন।

রিপোর্টে জানানো হয়েছে, এক সপ্তাহে ৪ লাখ ১৪ হাজার ৮৭৮ জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত করে সালাম পেশ করেছেন। এরমধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৪৭জন পুরুষ এবং ১ লাখ ৭ হাজার ৬৯৭ জন নারী রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন।

এছাড়াও ১০ হাজার ৪৮২ জন বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তির জন্য বিশেষ সেবার ব্যবস্থা গ্রহণ করেছে অথোরিটি। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগমনকারী ১ লাখ ১০ হাজার ৪১২জন মসজিদে নববীতে নিজস্ব ভাষায় অনুবাদের সেবা গ্রহণ করেছেন।

গত সপ্তাহেআগমনকারীদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ১৪৯টি উপহার বিতরণ করা হয়েছে এবং এই সময় হেল্পলাইনে ৬ লাখ ৪৮ হাজার ৪১১টি কলের মাধ্যমে সেবা গ্রহণ করেছেন আগমনকারীরা।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার