ক্যাটাগরি: পুঁজিবাজার

আইসিএসবির উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশের (আইসিএসবি) এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালন কর‍া হয়েছে। এই উপলক্ষ্যে আইসিএসবির সদস্য ও তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আইসিএসবি এর ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে অনুষ্ঠানটি আয়োজন ও উদযাপন করেছে।

স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য জীবন সম্পর্কে উপস্থিত সদস্যগণ আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস। ডিআরসির চেয়ারম্যান ও কাউন্সিল সদস্য মোহাম্মাদ আবদুল্লাহ আল মামুন ও কাউন্সিল মেম্বারসহ বিপুল সংখ্যক আইসিএসবির সদস্য ও কর্মকর্তাগনের অংশগ্রহনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় ও জাতির পিতার আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরসির সদস্য সচিব শেখ আজিজুল হক।

আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ জাতির পিতার নেতৃত্ব, দেশের মানুষের প্রতি ভালোবাসা ও স্নেহ এবং এ দেশের জন্য তাঁর আজীবন আত্মত্যাগ, এবং মুক্তিযুদ্ধের পূর্বে ও স্বাধীনতা পরবর্তী সময়ের জাতির পিতার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা পেত না এবং বাংলাদেশের জন্ম না হলে আইসিএসবি গঠিত হতো না।

আইসিএসবির ট্রেজারার মোহাম্মাদ আবদুল্লাহ আল মামুন বলেন, জাতির পিতা একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন এবং অন্যদের স্বপ্ন দেখাতে পারতেন। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধুর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মুশফিকুর রহমান, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, এসকে সৈয়দ আমিমুল ইহসান এফসিএস, মো. সরফরাজ হোসেন এসিএস, মো. আহসান হাবিব এসিএস, কাজী মো. মিরাজ হোসেন এসিএস, মো. মাইন উদ্দিন এসিএস, মোহাম্মদ কামাল উদ্দিন এসিএস বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ডিআরসি সদস্য এবং ইনস্টিটিউটের ফেলো এবং সহযোগী সদস্যবৃন্দ, আইসিএসবির শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
শেয়ার