ক্যাটাগরি: লাইফস্টাইল

ছুটির দিনটা একটু অন্যরকম কাটাতে যা করতে পারেন

সারা সপ্তাহ পরিশ্রম করার রসদ জোগায় ছুটির দিনে। অফিস যাওয়ার তাড়া নেই। তড়িঘড়ি রান্না করার চাপ নেই। সব কিছুই ধীরেসুস্থে করলেও অসুবিধা নেই। কিন্তু সপ্তাহভর অফিস আর বাড়ি করতে গিয়ে ছুটির দিনের পরিকল্পনাটাই করা হয়ে ওঠে না।

ছুটির দিন মানেই বাইরে গিয়ে হইহুল্লোড় করতে হবে, তাও কিন্তু নয়। এ দিনটা একটু অন‍্যরকমভাবে কাটানো যায়।

১. সকাল সকাল অফিসে বেড়িয়ে যেতে হয় তাই রাত জাগারও অবকাশ নেই। বই পড়তে যারা ভালোবাসেন তাদের বই পড়ার সময় নেই। এই দিনটি বই পড়েও কাটিয়ে দিতে পারেন। সঙ্গে মাঝে মাঝে গরম কফির সঙ্গে তেলে ভাজা হলে তো কথাই নেই। নির্ভেজাল সাহিত্যের সঙ্গে ছুটিটা মন্দ কাটবে না।

২. যারা স্বাস্থ্য সচেতন তারা ছুটির দিনের সকালটা রাখতে পারেন শরীর চর্চার জন্য। তার সঙ্গে বিকেলে জুড়ে দিন যেকোনো কিছু। বই পড়াও হতে পারে, পরিবারের সঙ্গে সময় কাটানোও হতে পারে বিউটি পার্লারে যাওয়া হতে পারে। সঙ্গে থাকতে পারে দুপুরের ভাত ঘুম।

৩. বন্ধের দিন সকলেই প্রায় সারা সপ্তাহের বাজারটা সেরে ফেলেন। না হলে আর সময় নেই। সকাল সকালই সেরে ফেলতে পারলে আরও ভালো। বিকেলটা রাখুন এই সপ্তাহে যে নতুন সিনেমাটি রিলিজ করেছে তার জন্য। সিনেমা দেখে, ডিনারটা বাইরে সেরেই ফিরুন। পরিবারও খুশি, আপনিও পরের সপ্তাহটা দারুণভাবে শুরু করতে পারবেন।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার