ক্যাটাগরি: খেলাধুলা

ডিপিএলে রান খরায় ভুগছেন তামিম ইকবাল

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারও প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন তামিম ইকবাল। তবে ব্যাট হাতে কিছুতেই তিনি সুবিধা করতে পারছেন না। দলটির হয়ে প্রথম ম্যাচে ২৬ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১৭ রান। তবে ম্যাচটিতে তিনি নেমেছিলেন তিন নম্বরে। ট্রাফিক জ্যামের কারণে ঠিক সময়মতো বিকেএসপির মাঠে পৌঁছাতে পারেননি তামিম, ফলে তাকে ব্যাটিংয়ে নামতে হয় তিন নম্বরে।

ব্যাট হাতে আজও (রোববার) তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরলেন দেশসেরা এই ওপেনার। যদিও সিটি ক্লাবের বিপক্ষে এদিন ওপেনিংয়েই নেমেছিলেন তামিম। তবুও সুবিধা করতে পারেননি প্রাইম ব্যাংকের এই অধিনায়ক। ব্যাট হাতে ১১ বলে করলেন মোটে ৬ রান। ইরফানের বলে উইকেটকিপারের কাছে ক্যাচ দিয়ে ফিরতে হয় এই ওপেনারকে।

ব্যক্তিগতভাবে তামিম ভালো করতে না পারলেও, প্রাইম ব্যাংক এবারের ডিপিএলে দলগত সাফল্য পাচ্ছে। তবে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্টির কথা জানালেন দেশসেরা এই ওপেনার, ‘মাত্র মৌসুম শুরু অবশ্যই আমি চাইবো বড় রান করার, বেশ অনেকগুলো রান করার। মাত্র দুটো ম্যাচ গেছে একটা বড় স্কোর হলে আমিও স্বস্তিবোধ করবো। দেখা যাক, আমি আমার ব্যাটিং নিয়ে খুশি।’

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এক ভিডিওবার্তায় তিনি গতকাল (শনিবার) নতুন করে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আহবান জানান। তবে সেজন্য ডিপিএলকেও ছেঁটে ফেলতে নারাজ তামিম, ‘যদি আপনার টি-টোয়েন্টি ফরম্যাট করতেই হয় তাহলে আপনার আলাদা একটা টুর্নামেন্ট করা উচিত। হয়তবা ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে। আমরা আগেও দেখেছি এরকম হয়েছে।’

এমআই

শেয়ার করুন:-
শেয়ার