ক্যাটাগরি: অর্থনীতি

রেমিট্যান্স আহরণে পিছিয়েছে সৌদি-যুক্তরাষ্ট্র

দেশে চলমান ডলার সংকটের মাঝে আশা দেখাচ্ছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। শেষ দুই মাসে প্রবাসী আয়ের পরিমাণ আগের তুলনায় কয়েক শতাংশ বেড়েছে। একইসাথে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বেশ জোগান দিচ্ছে এই খাতটি। তবে এককালে রেমিট্যান্স আহরণে শীর্ষে থাকা সৌদি আরব ও যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয়ের পরিমাণ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ১ হাজার ৫০৮ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে প্রায় ২৯১ কোটি ডলার। যুক্তরাজ্য থেকে এসেছে প্রায় ১৮৮ কোটি ডলার, সৌদি আরব থেকে ১৭৯ কোটি ডলার, যুক্তরাষ্ট্র থেকে ১৬৮ কোটি ও ইতালি থেকে প্রায় ১০০ কোটি ডলার এসেছে। এ পাঁচ দেশ থেকেই চলতি অর্থবছরের আট মাসে এসেছে প্রবাসী আয়ের প্রায় ৬১ শতাংশ অর্থ।

এদিকে দেড় বছরের বেশি সময় ধরে সৌদি আরব থেকে প্রবাসী আয় আসা কমেছে। তাতে প্রবাসী আয়ে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় অবস্থানে নেমেছে দেশটি। ২০২১-২২ অর্থবছরে প্রবাসী আয়ে শীর্ষে ছিল সৌদি আরব। ওই বছর দেশটি থেকে ৪৫৪ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল। আর ২০২২-২৩ অর্থবছরে এসেছিল ৩৭৬ কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশটি থেকে এসেছে প্রায় ১৭৯ কোটি ডলার। বর্তমানে দেশটি থেকে প্রবাসী আয়ের যে ধারা, তাতে অর্থবছর শেষে তা ৩০০ কোটি ডলারের নিচে থাকবে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা।

সৌদি আরবের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও প্রবাসী আয় আসা কমে গেছে। ২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে এসেছিল প্রায় ৩৪৪ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরে তার পরিমাণ ছিল ৩৫২ কোটি ডলার। আর চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশটি থেকে প্রায় ১৬৮ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসার বর্তমান যে ধারা, সেটি অব্যাহত থাকলে বছর শেষে দেশটি থেকে প্রবাসী আয় দাঁড়াতে পারে ২৫০ কোটি ডলারের আশপাশে।

সম্প্রতি রাজধানীর মিরপুরে বিআইবিএমের এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, সরকার প্রবাসী আয়ে যে প্রণোদনা দিচ্ছে, তার বড় অংশ রাঘববোয়াল ও মধ্যস্বত্বভোগীদের পেটে যাচ্ছে। তারা প্রণোদনার কিছু অংশ প্রবাসী আয় যারা পাঠাচ্ছে তাদের দিচ্ছে, বাকিটা নিজেরা নিয়ে চোরাই পথে অর্থ আনছে।

রেমিট্যান্স আহরণে সাম্প্রতিক শীর্ষে থাকছে সংযুক্ত আরব আমিরাত। ২০২১-২২ অর্থবছরে ইউএই থেকে প্রায় ২০৭ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৩০৩ কোটি ডলারে। আর চলতি অর্থবছরের প্রথম আট মাসেই এসেছে প্রায় ২৯১ কোটি ডলার।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার