ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকের নিম্নগতিতে দুই ঘন্টায় লেনদেন ১৯৭ কোটি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ১৯৭ কোটি ৫২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৩ মার্চ ) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫৫ দশমিক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৫১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ১২ দশমিক ১০ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ১৫ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯৭ ও ২০৪৮ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ২৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ারের।

শেয়ার করুন:-
শেয়ার