ভারতের কাটা ও মসৃণ হীরা বিক্রি পাঁচ বছরের সর্বনিম্নে নামার আশঙ্কা তৈরি হয়েছে। আগের বছরের চেয়ে চলতি অর্থবছরে বিক্রি কমতে পারে ২৫-৩০ শতাংশ। এ থেকে দেশটির আয় হবে ১ হাজার ৬০০ কোটি ডলার। সাম্প্রতিক মাসগুলোয় মূল্যবান ধাতুটির বৈশ্বিক চাহিদা নিম্নমুখী। এ কারণেই বিক্রির পরিমাণ কমতির দিকে।
হীরা কাটা ও মসৃণ করার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্র ভারত। বৈশ্বিক মসৃণ হীরা ব্যবহারের ৯০-৯৫ শতাংশই আসে দেশটি থেকে। এরপর চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান।
কিন্তু এ দুই দেশের হীরা খাত চ্যালেঞ্জের মুখে। অর্থনীতির গতি ধীর হয়ে পড়ায় নেতিবাচক প্রভাব পড়েছে মসৃণকরণ ও রফতানি কার্যক্রমে। এছাড়া ল্যাবে তৈরি কৃত্রিম হীরাও চাহিদা কমে যাওয়ার পেছনে বড় ভূমিকা রাখছে। আগামী অর্থবছরও অবনমনের মধ্যে থাকবে এ দুই দেশ।
এদিকে বিকল্প অপরিহার্য ব্যয় ও ভূরাজনৈতিক উত্তেজনা চলতি বছরের প্রথম ১০ মাসে নেতিবাচক প্রভাব ফেলেছে কাটা ও মৃসণ হীরা রফতানিতে। এ সময় রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ কমে ১ হাজার ৩০৪ ডলারে নেমে যায়।
অর্থসংবাদ/এমআই