অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২ কোটি ৪৭ লাখ ডলারের একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) অনুষ্ঠিত ‘অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ’ শীর্ষক এই চুক্তি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তিন বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখবে।
ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন এই প্রকল্পের অর্থদাতা হিসেবে কাজ করছে।
বাংলাদেশে নারী-পুরুষের জন্য উন্নত কাজের পরিবেশ তৈরি করা এ প্রকল্পের মূল লক্ষ্য। এর মধ্যে রয়েছে নিয়মকানুন উন্নত করা, শ্রমিক সংগঠনগুলো প্রত্যেকের সাথে যাতে ন্যায্য আচরণ করে তা নিশ্চিত করা এবং শিল্পগুলোকে আরও ভালোভাবে প্রতিযোগিতায় সহায়তা করে এমন ব্যবসায়িক অনুশীলনগুলো প্রচার করা।
প্রকল্পটি দেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং শ্রম ইস্যুতে এসডিজির লক্ষ্য ও লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর তৌমো পৌটিয়ানেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট দূতাবাসের প্রতিনিধি, ইআরডির জাতিসংঘ অনুবিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।