ক্যাটাগরি: আন্তর্জাতিক

বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের কমেছে। চীনের বাজারে জ্বালানিটির চাহিদা প্রবৃদ্ধি ধীর হয়ে আসার বিষয়টি এ দাম কমার পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে। খবর রয়টার্স।

আইসিই ফিউচারস ইউরোপে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বা ১২ সেন্ট কমেছে। প্রতি ব্যারেল গতকাল তা কেনাবেচা হচ্ছিল ৮১ ডলার ৯৬ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২১ সেন্ট বা দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি ব্যারেল কেনাবেচা হয়েছে ৭৭ ডলার ৮০ সেন্টে।

উভয় বাজার আদর্শ জ্বালানি তেলের দর গত সপ্তাহে কমেছে। ব্রেন্ট ১ দশমিক ৮ ও ডব্লিউটিআই ২ দশমিক ৫ শতাংশ কমেছে।

আগামী বছরগুলোয় চীনে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা প্রবৃদ্ধি ধীর হয়ে আসবে বলে আগেই জানিয়েছে দেশটির রাষ্ট্র মালিকানাধীন জ্বালানি তেল ও গ্যাস করপোরেশন সিএনপিসি। বিশ্বের শীর্ষ ব্যবহারকারী হওয়ায় চীনের চাহিদা কমার বিষয়টি অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারকে নিম্নমুখী চাপের মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

সাম্প্রতিক তথ্য বলছে, চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) ২০২৩ সালের একই সময়ের তুলনায় জ্বালানি তেলের আমদানি বেড়েছে। তবে আগের মাসের তুলনায় আমদানির পরিমাণ কম ছিল। এতে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশটির স্বল্প ক্রয়প্রবণতা অব্যাহত।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার