বাংলাদেশ জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে ন্যাথান কাইলিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের চুক্তিতে আগামী ১৫ এপ্রিল থেকে কাজ শুরু করবেন তিনি। চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে এর আগে কাজ করার অভিজ্ঞতা আছে কাইলির।
সোমবার (১১ মার্চ) এক বিবৃতিতে ন্যাথান কাইলিকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে বর্তমানে অস্ট্রেলিয়ার রাগবি ক্লাব ব্রিসবেন ব্রনকোসের এনআরএল অ্যাথলেটিক পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করছেন কাইলি।
এর আগে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ৩ বছর ৪ মাস ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সেখানে কিছু সময়ের জন্য ব্যাটিং কোচ হিসেবে হাথুরুসিংহেকে পেয়েছিলেন এই অস্ট্রেলিয়ান।
এ ছাড়া সিডনি সিক্সার্স নারী দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। অস্ট্রেলিয়ান স্ট্রেংথ ও কন্ডিশনিং অ্যাসোসিয়েশন (এসসিএ) থেকে লেভেল-২ সার্টিফিকেট পেয়েছেন কাইলি।
অর্থসংবাদ/এমআই