ক্যাটাগরি: আন্তর্জাতিক

বিমানবন্দরে বিনিয়োগ আরও বাড়াবে আদানি গ্রুপ

বিমানবন্দরভিত্তিক ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা জানিয়েছে ভারতের আদানি গ্রুপ। রানওয়ে ও নতুন টার্মিনালসহ অন্যান্য অবকাঠামো তৈরিতে ১০ বছরে আরো ৬০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে গুজরাটভিত্তিক কনগ্লোমারেটটি।

সম্প্রতি আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক করণ আদানি এ তথ্য জানিয়েছেন। খবর ইকোনমিক টাইমস।

বিমানবন্দর পরিষেবা খাতে আদানি গ্রুপের বিনিয়োগ নতুন নয়। এরই মধ্যে নাভি মুম্বাই বিমানবন্দরে ১৮ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। তবে নতুন পরিকল্পনায় এটি অন্তর্ভুক্ত নয়। এতে রানওয়ে ও টার্মিনাল নির্মাণের পাশাপাশি রয়েছে বিমানবন্দরের নিকটবর্তী শহরের উন্নয়ন। এর আওতায় নির্মাণ হবে হোটেল ও শপিংমল।

২০১৯ সালে আদানি গ্রুপ ভারতজুড়ে ছয়টি বিমানবন্দর পরিচালনার দায়িত্ব পায়। এগুলো হলো লক্ষ্ণৌ, আহমেদাবাদ, জয়পুর, গৌহাটি, থিরুভানান্তপুরম ও ম্যাঙ্গালোর। ২০২১ সালে জিভিকে গ্রুপের কাছ থেকে অধিগ্রহণ করে মুম্বাই ও নাভি মুম্বাই বিমানবন্দর। এখন এ খাতে সম্প্রসারণ পরিকল্পনাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

২০৪০ সালের মধ্যে অধীনস্থ বিমানবন্দরে ২৫-৩০ কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা অর্জন করতে চায় আদানি গ্রুপ। বর্তমানে সাতটি সচল বিমানবন্দর বার্ষিক ৭ কোটি ২০ লাখ যাত্রীকে পরিষেবা দিতে পারে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার