ক্যাটাগরি: পুঁজিবাজার

কারিগরি ত্রুটির প্রভাবে সূচকে নিম্নগতি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১১ মার্চ ) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৬ দশমিক ৮৪ পয়েন্ট কমেছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ৫৮ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন ডিএসইর শরীয়াহ্ সূচক ডিএসইএস ২ দশমিক ৩০ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ৯৮ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৭৫৪ কোটি ১৪ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ২৫ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৭৪ কোম্পানির। বাকি ১৬৩ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

শেয়ার করুন:-
শেয়ার