ক্যাটাগরি: পুঁজিবাজার

রোজায় লেনদেনের নতুন সময়সূচি জানালো বিএসইসি

পবিত্র রমজান মাস উপলক্ষে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সোমবার (১১ মার্চ) সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, রমজানে শেয়ারবাজারে লেনদেন সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। এছাড়া পোস্ট ক্লোজিং সেশন থাকবে দেড়টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত।

তবে রমজানের পরে আগের নিয়মে লেনদেন চলবে বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার রমজানে লেনদেনের সময়সূচি জানায় দেশের প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জ। রমজানে ডিএসইর অফিস সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ২০ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংকে রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার