ক্যাটাগরি: অর্থনীতি

পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি ব্যবসায়ীদের

পবিত্র রমজান মাসে মরিচ, আলু, শসা, বেগুনসহ প্রয়োজনীয় কাঁচা পণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা বলেছেন, চাঁদাবাজি বন্ধ হলে পণ্যের দাম এমনিতেই নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে পথে ঘাটে চাঁদাবাজি বন্ধের কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

আজ রোববার ‘কাঁচামাল আড়তদার, বিপণন ও সরবরাহ’ বিষয়ক এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সভায় অংশ নিয়ে এ খাতের ব্যবসায়ীরা এ দাবি জানান। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. এমরান মাস্টার।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে কাঁচা পণ্যের ব্যবসায়ীরা বলেন, দেশের কোন জেলায় কী পরিমাণ ফসল ও শাকসবজি উৎপাদিত হচ্ছে, সে বিষয়ে সঠিক তথ্য ও পরিসংখ্যান থাকা জরুরি। এ জন্য যথাযথ কর্তৃপক্ষকে তথ্য সংগ্রহ ও তা প্রকাশের অনুরোধ জানিয়েছেন তাঁরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে অতিপ্রয়োজনীয় পণ্য ও সবজি যেমন বেগুন, মরিচ, আলু, শসা ইত্যাদির সরবরাহ ও মূল্য যেন স্বাভাবিক থাকে, এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষকে বিপদে ফেলে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য এই খাতের ব্যবসায়ীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সবজি সংরক্ষণের প্রতি জোর দিয়ে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, দেশে প্রতিবছর প্রায় ২ কোটি ২০ লাখ মেট্রিক টন সবজি উৎপাদিত হয়। যার মধ্যে প্রায় ৫০ ভাগই সঠিকভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়। এ অবস্থা পরিবর্তনে সঠিক পরিসংখ্যান ও সংরক্ষণ ব্যবস্থা জরুরি।

এ ছাড়া পণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে পথেঘাটে চাঁদাবাজি বন্ধের জন্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

স্ট্যান্ডিং কমিটির পরিচালক হাজী আবুল হাসেম বলেন, রমজান মাস এলে কাঁচা পণ্যের গুরুত্ব আরও বেড়ে যায়। মানুষ যেন এই ব্যবসায়ীদের নিয়ে কটু কথা বলার সুযোগ না পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. এমরান মাস্টার বলেন, বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখা বা সংকট এড়াতে সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ জন্য আড়তদারদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল গঠন ও সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

অনুষ্ঠানে এফবিসিসিআইর পরিচালক হাফেজ হাজী হারুন অর রশীদ, সৈয়দ মোহাম্মদ বখতিয়ার, শহিদুল হক মোল্লা, আমির হোসেন নূরানী, তপন কুমার মজুমদার, এফবিসিসিআইর সাবেক পরিচালকবৃন্দ, কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার