ক্যাটাগরি: অর্থনীতি

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন শরিফা খান

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব শরিফা খান। রোববার (১০ মার্চ) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, সরকারের প্রাক্তন সিনিয়র সচিব শরিফা খানকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বিশ্বব্যাংকের ওয়াশিংটনে প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির জন্য বিকল্প নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে মেয়াদ পূরণের দুই বছর বাকি থাকতে গত ৭ ফেব্রুয়ারি আহমদ কায়কাউসের চুক্তি বাতিল করে সরকার। কায়কাউসের ইচ্ছে অনুযায়ী এ চুক্তি বাতিল করা হয়েছিল বলে জনপ্রশাসনের কর্মকর্তারা জানান।

গত বছরের ২৪ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যান শরিফা খান।

শরিফা খান বিসিএস নবম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি কৃষি মন্ত্রণালয়, বিপিএটিসি, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা, বিশ্ব বাণিজ্য সংস্থা সেল এবং বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার