ক্যাটাগরি: আন্তর্জাতিক

বিশ্ববাজারে বেড়েই চলেছে তামার দাম

বিশ্ববাজারে তামার দাম বেড়েই চলেছে। সর্বশেষ শুক্রবার ধাতুটির মূল্য বেড়ে পৌঁছেছে পাঁচ সপ্তাহের সর্বোচ্চে। বাজার পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মাসভিত্তিক কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশ হলে বাজার ইতিবাচক দিকে মোড় নিতে পারে। কারণ দেশটিতে কর্মসংস্থান কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমনটি ঘটলে কেন্দ্রীয় ব্যাংকের জন্য সুদহার কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে। সুদহার কমার প্রত্যাশাই মূলত তামার মূল্যবৃদ্ধিতে প্রভাবকের ভূমিকা পালন করছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) শুক্রবার তামার তিন মাস সরবরাহ চুক্তির দাম দশমিক ৩ শতাংশ বেড়ে টনপ্রতি ৮ হাজার ৬৬৪ ডলারে উন্নীত হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ধাতুটির দাম বেড়েছে প্রায় ২ শতাংশ। চীনে চাহিদা পুনরুদ্ধারের প্রত্যাশাও মূল্যবৃদ্ধিতে সহায়তা করছে বলে জানান বিশ্লেষকরা।

জলবায়ু পরিবর্তন রোধের অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছে বর্তমান বিশ্ব। ফলে এ খাতে অপরিহার্য ধাতু তামার চাহিদা বাড়ছে লাফিয়ে। কিন্তু বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে এ চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

এদিকে সরবরাহ ও চাহিদার মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের কারণে আকাশচুম্বী হয়ে উঠেছে দাম। দুই বছরের মধ্যে তামার বৈশ্বিক দাম ৭৫ শতাংশেরও বেশি বাড়তে পারে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষকরা।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার