যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার দুই বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। অন্যদিকে ফেব্রুয়ারিতে মার্কিন শ্রমবাজারে পূর্বাভাসের বেশি কর্মী যোগ দিয়েছে। উচ্চ সুদহারজনিত আশঙ্কার মাঝে গত মাসে নতুন ২ লাখ ৭৫ হাজার কর্মী শ্রমবাজারে যোগ দিয়েছেন। খবর বিবিসি।
দেশটির শ্রম বিভাগ এ বিষয়ক প্রতিবেদনে জানায়, ফেব্রুয়ারিতে পূর্বাভাসের চেয়ে বেশি কর্মী শ্রমবাজারে যোগ দিলেও বেকারত্বের হার বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ হয়েছে। জানুয়ারিতে এ হার ছিল ৩ দশমিক ৭ শতাংশ।
একই সঙ্গে টানা ২৫ মাস ধরে বেকারত্বের হার এখন ৪ শতাংশের নিচে, যা ১৯৬০ সালের পর থেকে সবচেয়ে দীর্ঘতম ধারা। ফেব্রুয়ারিতে স্বাস্থ্যসেবা, সরকারি সংস্থা এবং খাদ্য ও পানীয় পরিষেবা খাতে কর্মসংস্থান প্রসারিত হয়েছে।
বেকারত্ব বৃদ্ধি প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, খুব বেশি উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। উচ্চ সুদহারের কারণে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হতে পারে, এমন আশঙ্কার কারণ নেই বলেও জানান তারা।
এক প্রতিবেদনে বলা হচ্ছে, গত মাসে দেশটিতে ছাঁটাই হয়েছে প্রায় ৮৪ হাজার ৬৫৮ কর্মী, যা ২০০৯ সালের পর থেকে যেকোনো সময়ের জন্য সর্বোচ্চ।
তবে বিশ্লেষকরা বলছেন, বেকারত্বের হার বাড়লেও যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়ার বিষয়টি আশাব্যঞ্জক। শ্রমবাজারের গতিশীলতা বৃদ্ধিতে দেশটির সংস্থাগুলো বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রে সরকারি প্রতিষ্ঠানগুলোয় গড় ঘণ্টায় বেতন আগের বছরের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। মাসিক হিসেবে বৃদ্ধির হার দশমিক ১ শতাংশ।
অর্থসংবাদ/এমআই