দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম কার্যদিবসে সকাল ১০ টায় লেনদেন শুরুর কিছুক্ষণ পর থেকেই কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে ডিএসইর ট্রেডিং সিস্টেমসে সূচক সংক্রান্ত বিভিন্ন ভুল তথ্য দেখা গেছে। এমতাবস্থায় ডিএসই আমরা নেটওয়ার্ক লিমিটেডের আজকের শেয়ার লেনদেন বাতিল করেছে। তবে বাকি সব কোম্পানির শেয়ার লেনদেন বহাল থাকবে।
রবিবার (৭ মার্চ) বিকালে ডিএসইর জনসংযোগ বিভাগের প্রধান শফিকুর রহমান অর্থসংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএসইর পক্ষ থেকে কারিগরি ত্রুটির বিষয়ে জানানো হয়েছে, রেকর্ড ডেট শেষে আজ রবিবার (৭ মার্চ) আমরা নেটওয়ার্কের শেয়ার লেনদেন চালু করতে গিয়ে এক্সচেঞ্জটির ওয়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে আজ ডিএসইতে আমরা নেটওয়ার্কের লেনদেন স্থগিত করা হয়েছে। আজ কোম্পানিটির যেসব যেসব শেয়ার লেনদেন হয়েছে সেগুলো বাতিল করা হয়েছে। আগামীকাল কোম্পানিটির শেয়ার লেনদেন চালু হবে বলে জানিয়েছে ডিএসই।
এর আগে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটিতে বড় ধরনের ত্রুটি কারণে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরুর প্রথম দিকেই সব সূচকের পতন হয়েছে। সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই এ সমস্যা দেখা গেছে। ডিএসইর ওয়েবসাইটে এ বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছে। ওয়েবসাইটের ডান দিকে এক বার্তায় সূচকের বিভ্রান্তিকর তথ্যের কারণে বিনিয়োগকারীদের আতংকিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এ কারিগরি ত্রুটি সমাধানের চেষ্টা চলছে। সমস্যার সমাধান হলেই সূচক দেখা যাবে। ডিএসইতে সমস্যা হলেও দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সূচকের তথ্য দেখতে কোনো সমস্যা হচ্ছে না।
এ কারিগরি ত্রুটি তদন্তে ইতিমধ্যে তিন সদস্যদের কমিটি গঠন করেছে ডিএসই।
এসএম