ক্যাটাগরি: আন্তর্জাতিক

ভারতে জ্বালানি পণ্যের ব্যবহার বেড়েছে ৫.৭ শতাংশ

অর্থনীতি গতিশীল হয়ে ওঠায় ভারতে বাড়ছে সব ধরনের জ্বালানি পণ্যের চাহিদা। ফেব্রুয়ারিতে সেখানে এসব পণ্যের ব্যবহার গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ভারত বিশ্বের তৃতীয় শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক। সেখানে গত মাসে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল করে জ্বালানি পণ্য ব্যবহার হয়েছে। মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল এক প্রতিবেদনে এমনটা জানায়। প্রতিবেদনে আরো বলা হয়, এক বছরের ব্যবধানে জ্বালানি পণ্যের ব্যবহার ৫ দশমিক ৭ শতাংশ এবং এক মাসের ব্যবধানে ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে।

ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি পণ্য ডিজেল। গত মাসে স্থানীয় বাজারে এটির বিক্রি জানুয়ারি ও আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশেরও বেশি বেড়েছে।

বাজারসংশ্লিষ্টরা জানান, শিল্প-কারখানার কার্যক্রম চাঙ্গা হয়ে ওঠার পাশাপাশি পরিবহন খাতে ঊর্ধ্বমুখী চাহিদা ব্যবহার বৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে।

চলতি বছরের শেষ দিকে ভারতে ডিজেলের ব্যবহার বেড়ে রেকর্ড উচ্চতায় উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাজার পরামর্শক প্রতিষ্ঠান কেপলারের অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ বাজার বিশ্লেষক ভিক্টোর কাটোনা বলেন, আগামী জুনে জ্বালানি পণ্যটির চাহিদা দৈনিক ২০ লাখ ব্যারেল স্পর্শ করতে পারে, যা সর্বকালের সর্বোচ্চ।

চলতি বছরের শুরুর দিকে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, এ বছর জ্বালানি পণ্যের চাহিদা অব্যাহত বাড়বে। ২০২৪-২৫ অর্থবছরে চাহিদা আগের বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বাড়ার প্রাক্কলন করেছে মন্ত্রণালয়।

সরকারি তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর ভারতে গ্যাসোলিনের চাহিদা ৫ দশমিক ৪ ও ডিজেলের চাহিদা ২ দশমিক ৭ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষক ও পূর্বাভাস দাতাদের পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি দশক শেষ হওয়ার আগেই জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধিতে চীনকে ছাড়িয়ে সর্ববৃহৎ প্রভাবক হয়ে উঠবে ভারত।

ভারতের অর্থনীতি গত বছর থেকেই খুব দ্রুতগতির প্রবৃদ্ধি দেখছে। বিপরীতে চীনসহ অন্য বড় অর্থনীতিগুলোয় প্রবৃদ্ধির গতি ধীর। ফলে ভারতের সংশ্লিষ্ট সব খাতে পাল্লা দিয়ে জ্বালানি পণ্যের চাহিদা বাড়ছে।

শেয়ার করুন:-
শেয়ার