ক্যাটাগরি: আন্তর্জাতিক

বৃষ্টি-বজ্রপাতে বিপর্যস্ত আমিরাত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল খাইমাহ, ফুজাইরাহসহ সব জায়গায় আজ শনিবার অঝোরে ঝরেছে বৃষ্টি। অতিবৃষ্টির পাশাপাশি আল আইন এবং পরবর্তীতে আজমানে বজ্রপাত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল পৌনে ৮টায় মেঘে আচ্ছন্ন হয়ে যায় পুরো আকাশ। এরপর শুরু হয় বৃষ্টি।

গত সপ্তাহে দেশটির আবহাওয়া দপ্তর বৃষ্টির ব্যাপারে সতর্কতা দিয়েছিল। তারা আরও জানিয়েছে, এ সপ্তাহের শেষ পর্যন্ত ভেজা আবহাওয়া বিরাজমান থাকবে।

আমিরাতের আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটরোলোজি (এনসিএম) জানিয়েছে, দুবাইয়ের আল খাওয়ানিজ এবং উম হুরাইরে সকালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। পরবর্তীতে দুবাইয়ের অন্যান্য অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত হতে থাকে।

এরআগে গতকাল শুক্রবার রাতে আবুধাবির ছোট শহর গিয়াথিতে শিলাবৃষ্টি হয়। ওই সময় আবুধাবির অন্যান্য অঞ্চলে সাধারণ বৃষ্টি ঝরে।

আবহাওয়া দপ্তর গত সপ্তাহে জানিয়েছিল, দক্ষিণপশ্চিমাঞ্চলের ভূপৃষ্ঠের নিম্নচাপ সঙ্গে দক্ষিণাঞ্চল থেকে উত্তরপশ্চিমাঞ্চলে দিকে বহমান আদ্র বাতাসের কারণে পুরো আমিরাতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার