শুরু হলো তিন দিনব্যাপী জুরাইন বইমেলা

ঢাকার কদমতলীর পূর্বজুরাইনে শুরু হয়েছে তিনদিনব্যাপী ৮ম জুরাইন বইমেলা। বৃহস্পতিবার (৭ মার্চ) এ বইমেলার উদ্বোধন করেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা-৪ সংসদীয় আসনের সংসদ ড. আওলাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর খালেদা আলম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আবুল কাশেম বলেন, সাহিত্যের তুলনামূলক আলোচনা করলে সাহিত্যে প্রতি আগ্রহ বাড়ে, পাঠকের সংখ্যাও বাড়ে তথা সচেতন এবং যুক্তিজ্ঞান সম্পন্ন মানুষও বাড়ে।

প্রধান অতিথি ড. আওলাদ হোসেন বলেন, সমাজ উন্নয়নে বইমেলার গুরুত্ব অপরিসীম। এছাড়াও তিনি এলাকার উন্নয়নের নানারকম প্রতিশ্রুতি প্রদান করেন।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারনের জন‌্য মেলা খোলা থাকবে। আগামী শনিবার রাত পর্যন্ত মেলা চলবে। মেলায় মোট ৩২ টি প্রকাশনী অংশগ্রহন করছে।

শেয়ার করুন:-
শেয়ার