ইউটিউব ভিডিও থেকে জিআইএফ করবেন যেভাবে

খুব সহজেই ইউটিউবের যেকোনো ভিডিও জিআইএফ পরিণত করা যায়। তবে এর জন্য একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তাহলেই এই কাজটি অনেকটা সহজ হয়ে যাবে। এমন অনেক ওয়েবসাইট রয়েছে। তবে সহজভাবে করতে চাইলে এই ওয়েবসাইটগুলোর মধ্যে একটি হচ্ছে GIPHY। এতে দ্রুত হয়ে যাবে আপনার কাজ। GIPHY হলো একটি জনপ্রিয় ওয়েবসাইট, যার সাহায্যে আপনি সহজেই যেকোনো ইউটিউব ভিডিও জিআইএফ-এ পরিণত করতে পারবেন।

শুধু তাই নয়, এই ওয়েবসাইটে যেকোনো ছবি থেকে জিআইএফ এবং স্টিকারও তৈরি করতে পারবেন। এটি বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে প্রথমে ই-মেইল আইডি দিয়ে সাইন আপ করতে হবে। তারপরেই চালু হয়ে যাবে এই ওয়েবসাইট।

যেভাবে ভিডিও জিআইএফ করবেন

* প্রথমে আপনাকে GIPHY ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
* এবার ওয়েবসাইটের উপরের ডানদিকে তৈরি বাটনে ক্লিক করতে হবে।
* তারপর আপনাকে লোডিং পেজে ইউটিউব ভিডিও লিংকের ইউআরএল কপি এবং পেস্ট করতে হবে।
* এবার একটি নতুন উইন্ডো দেখতে পাবেন, এখানে ভিডিও যেকোনো নির্দিষ্ট অংশ ট্রিম করতে পারবেন, যা জিআইএফ করতে চান।
* এরপর কন্টিনিউ বাটন (Continue button) এ ক্লিক করতে হবে এবং কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে।
* প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে কন্টিনিউ টু আপলোড (Continue to Upload) বা ডাউনলোড (Download) অপশনে ক্লিক করতে হবে।
* একটি নতুন স্ক্রিন দেখতে পাবেন। তাতে ট্যাগস (Tags) এবং সোর্স ইউআরএলএস (URLs) ও দিতে হবে।

শেয়ার করুন:-
শেয়ার