আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) আয়োজনে “ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক বিনিয়োগ শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) চট্টগ্রামের চট্টেশ্বরী রোডে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীদের নিয়ে এ বিনিয়োগ শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিনিয়োগ শিক্ষা কর্মশালায় এইউডব্লিউ’র প্রফেসর অব ইকোনমিকস ড. মইনুল ইসলাম, এসিস্ট্যান্ট প্রফেসর অব ইকোনমিকস ও ইকোনমিকস প্রোগ্রামের পরিচালক ড. সুপর্ণা দাস, বিআইসিএম’র সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পরিচালিত প্রোগ্রামের আহবায়ক ফয়সাল আহমেদ খান, এইউডব্লিউ’র টিচার্স ফেলো অন্তরা বিনতে ইকবালসহ এইউডব্লিউ’র বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনিয়োগ শিক্ষা কর্মশালাটির বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএম’র সহকারী অধ্যাপক ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পরিচালিত প্রোগ্রামের আহবায়ক ফয়সাল আহমেদ খান, সহকারী অধ্যাপক এস.এম. কালবীন ছালিমা, প্রভাষক ইমরান মাহমুদ, প্রভাষক ফাইমা আক্তার।
বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নারী শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র এ আয়োজন।
অর্থসংবাদ/এমআই