সংস্কার কাজ শেষে ঢাকার পোস্তগোলা সেতু শুক্রবার (৮ মার্চ) থেকে চালু হবে। ফলে আগামীকাল থেকে আগের মতোই সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি রাজধানীতে কমে আসবে যানজটের পরিমাণ।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার আসমা সিদ্দিকা মিলি গণমাধ্যমকে বলেন, পূর্বঘোষণা অনুযায়ী ৮ মার্চ থেকে বুড়িগঙ্গা সেতু-১ (পোস্তগোলা সেতু) চালু হবে। এতদিন এই পথ ব্যবহারকারীদের যানজটে পড়তে হয়েছে। আশা করা হচ্ছে, এবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মহাসড়কের তৃতীয় কিলোমিটারে অবস্থিত বুড়িগঙ্গা সেতু-১ এর দুটি গার্ডার মেরামত ও রেট্রোফিটিংয়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
গত ২২ ফেব্রুয়ারি থেকে এ কাজ শুরু হয়। মেরামতকালীন সময়ে যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে বলে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এর মধ্যে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যান চলাচল নিষেধ ছিল। আর বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচদিন বন্ধ ছিল সেতু।
অর্থসংবাদ/এমআই