জাপান সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের কারণে দেশটিতে বিদেশী শিক্ষার্থীদের খরচ বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দেশটিতে টিউশন ফির সর্বোচ্চ সীমা তুলে নেয়া হচ্ছে। এতে জাপানে পড়তে আসা শিক্ষার্থীদের এ বাবদ খরচ বেড়ে যেতে পারে। খবর নিক্বেই এশিয়া।
বর্তমানে জাপানের ৮৬টি জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ডার্ড টিউশন বার্ষিক ৫ লাখ ৩৫ হাজার ৮০০ ইয়েন বা ৩ হাজার ৫০০ ডলার। তবে বিদ্যালয়ে ২০ শতাংশ বা ৬ লাখ ৪২ হাজার ৯৬০ ইয়েন পর্যন্ত টিউশন ফি দিতে পারে। এতদিন দেশটিতে দেশী ও বিদেশী শিক্ষার্থীদের একই পরিমাণ চার্জ প্রযোজ্য ছিল। তবে নতুন নিয়ম অনুসারে বিদেশীদের গুনতে হবে বাড়তি অর্থ।
প্রতিবেদনে বলা হয়, বিদেশী শিক্ষার্থীদের ফি সীমা তুলে দিতে চলতি মাসে কলেজ টিউশন বিষয়ে অধ্যাদেশ সংশোধন করবে জাপান। এর প্রভাবে বিদেশী শিক্ষার্থীদের জন্য আরো বেশি চার্জ নিতে প্ররোচিত করতে পারে।
স্থানীয় সরকার পরিচালিত পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নতুন এ নিয়ম অনুসরণ করবে।
দেশটিতে উচ্চ শিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের বিশেষ কিছু প্রশিক্ষণের দরকার হয়। এর মধ্যে রয়েছে জাপানি ভাষা শিক্ষা ও জাপানি ভাষায় প্রতিবেদন লেখার প্রশিক্ষণ। এছাড়া আবাসন বাবদও শিক্ষার্থীদের বড় অংকের খরচ করতে হয়।
বিদেশী শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে জাপান সরকারের কিছু পরিকল্পনা রয়েছে। ২০৩৩ সালে বিদেশী ছাত্রদের সংখ্যা চার লাখে উন্নীত করতে চায় টোকিও, যা ২০১৯ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি। তবে এ লক্ষ্য অর্জনে উচ্চ খরচের দেশ জাপানকে অনেক পথ হাঁটতে হবে।
দেশটির রাজধানীতে অবস্থিত টোকিও বিশ্ববিদ্যালয়ে বিদেশী ছাত্রের হিস্যা মাত্র ২ শতাংশ। অন্যদিকে যুক্তরাজ্যের দুই প্রধান উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থীদের সংখ্যা ২৪ ও হার্ভার্ডে ১২ শতাংশের বেশি।
অর্থসংবাদ/এমআই