ক্যাটাগরি: পুঁজিবাজার

ব্লকে ৫১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই) ব্লকে মোট ৩১টি কোম্পানির ৫১ কোটি ৬১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৫ মার্চ) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের। কোম্পানিটি ২০ কোটি ০১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ১০ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ৫ কোটি ১৬ লাখ টাকা শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে উত্তরা ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হল- এইচ. আর. টেক্সটাইলের ৪ কোটি ৭৫ লাখ ৭৪ হাজার টাকা, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ২ কোটি ৭৩ লাখ ২১ হাজার টাকা, বীচ হ্যাচারির ১ কোটি ৩০ লাখ ৫৭ হাজার টাকা, লিনডে বাংলাদেশের ৮৭ লাখ ৭০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮০ লাখ ৬৮ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৬৮ লাখ ৪৪ হাজার টাকা এবং রবি আজিয়াটা লিমিটেডের ৫১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার