সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১০২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (০৫ মার্চ) গোল্ডেন সনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফু-ওয়াং সিরামিকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৫ দশমিক ৭০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জিকিউ বলপেন লিমিটেড।
মঙ্গলবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এইচ আর টেক্সটাইল, বীচ হ্যাচারি, বিডি অটোকারস, বঙ্গজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ এবং লাভেলো আইসক্রিম।
অর্থসংবাদ/এমআই