বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. বদরুজ্জামান

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া। সোমবার শিক্ষা মন্ত্রাণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০১১ সালে ববি প্রতিষ্ঠার পর তিনি চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ববির জনসংযোগ বিভাগের উপ পরিচালক ফয়সাল মাহমুদ।

তিনি জানান, ড. বদরুজ্জামান ভুইয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন। বিগত উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের মেয়াদ শেষ হলে গত ৮ নভেম্বর থেকে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছেন ড. বদরুজ্জামান। ববিতে কোষাধ্যক্ষ পদে যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নবনিযুক্ত উপাচার্য ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া বলেন, ববির উপাচার্য নিয়োগ করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। সকলকে সঙ্গে নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়টিকে স্মার্ট ও আন্তর্জাতিকমানের গড়ে তুলবেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার