ক্যাটাগরি: আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি কমেছে ৭ শতাংশ

যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি আগের মাসের তুলনায় ফেব্রুয়ারিতে প্রায় ৭ শতাংশ কমেছে। সংশ্লিষ্টরা জানান, এক মাস ধরে টেক্সাসের ফ্রিপোর্ট এলএনজি প্লান্ট বন্ধ থাকায় রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এলএসইজি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র গত বছর রেকর্ড পরিমাণ এলএনজি রপ্তানি করেছিল। এর মধ্য দিয়ে দেশটি কাতার ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে রফতানিকারক দেশগুলোর তালিকায় প্রথম স্থানে উঠে আসে। চলতি বছরও দেশটি এ অবস্থান ধরে রাখতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।

তথ্য বলছে, জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ৮৩ লাখ টন এলএনজি রপ্তানি করেছিল। ফেব্রুয়ারিতে রফতানি ৭৭ লাখ ৩০ হাজার টনে নেমে যায়।

খাতসংশ্লিষ্টরা জানান, টেক্সাসে ফ্রিপোর্ট এলএনজির তিনটি তরলীকরণ প্লান্টের একটিতে সংকটের কারণে রফতানি নিম্নমুখী হয়ে পড়ে। ইলেক্ট্রিক মোটরের সমস্যার কারণে প্রায় এক মাস ধরে প্লান্টটি বন্ধ।

কোম্পানিটি জানিয়েছে, আগামী আরো দুই সপ্তাহ এটি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকতে পারে। ফলে চলতি মাসেও রফতানি নিম্নমুখী প্রবণতায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে অঞ্চলটিতে ৪৬ লাখ ২০ হাজার টন এলএনজি রপ্তানি করে যুক্তরাষ্ট্র। আগের মাসের তুলনায় রফতানি প্রায় সাড়ে পাঁচ লাখ টন কমেছে। তবে এশিয়ায় রফতানি হিস্যা বেড়েছে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার