ক্যাটাগরি: পুঁজিবাজার

জেড ক্যাটাগরিতে যাওয়া ২ কোম্পানির সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২১৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

নির্ধারিত সময়ের মধ্যে এজিএম করতে ব্যর্থ, ছয় মাসের বেশি সময় উৎপাদন বন্ধসহ বেশকিছু কারণে গতকাল নতুন ৬ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। এর মধ্যে ছিলো ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং।

সোমবার (০৪ মার্চ) ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় যৌথভাবে প্রথম স্থানে উঠে আসা প্রাইম টেক্সটাইল স্পিনিং লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৮১ শতাংশ কমে যাওয়ায় তালিকার পরবর্তী স্থানে অবস্থান নিয়েছে এ্যাকটিভ ফাইন কেমিক্যালস।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এএফসি এগ্রো, কাট্টালি টেক্সটাইল, নিউ লাইন ক্লোথিংস, প্রাইম ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

এসবের মধ্যে গতকাল জেড ক্যাটাগরিতে পাঠানো সবগুলো কোম্পানি আজ দরপতনের শীর্ষ তালিকায় অবস্থান নিয়েছে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার