বিশ্ববাজারে ২০২৪ সালের প্রথম দুই মাসে ভিয়েতনামের কফি রফতানি বেড়েছে। বছরওয়ারি হিসেবে গত বছরের তুলনায় রফতানি ১৬ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ লাখ ৯৮ হাজার টন ছাড়িয়ে গেছে।
সম্প্রতি দেশটির সরকারি পরিসংখ্যান অফিস সূত্রে কফি রফতানির এ তথ্য জানা গেছে। একই সময় রফতানির মাধ্যমে দেশটির আয় ৬৭ দশমিক ৫ শতাংশ বেড়ে ১২৫ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
অন্যদিকে ২০২৩ সালে দেশটির কফি রফতানি ৯ দশমিক ৬ শতাংশ কমলেও আয় ছিল ঊর্ধ্বমুখী। কফি বিক্রি থেকে আয় বেড়েছিল ৩ দশমিক ১ শতাংশ এবং মোট আয় ৪১৮ কোটি ডলারে ছাড়িয়ে যায়। সে বছর ভিয়েতনাম মোট ১৬ লাখ ১০ হাজার টন রফতানি করেছিল।
কাফি