ক্যাটাগরি: আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বাইন্যান্সকে ১০ বিলিয়ন ডলার জরিমানা

ক্রিপ্টোকারেন্সি ফার্ম বাইন্যান্সের কাছ থেকে প্রায় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে নাইজেরিয়া সরকার। অভিযোগে বলা হচ্ছে, ক্রিপ্টো মুদ্রার দামে হেরফেরের সঙ্গে এ সংস্থার যোগ রয়েছে। এ কারণে সাম্প্রতিক মাসগুলোয় ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা নাইরার বিনিময় হারে প্রায় ৭০ শতাংশ পতন ঘটেছে। খবর বিবিসি।

গত সপ্তাহে বাইন্যান্সের দুই কর্মকর্তাকে গ্রেফতার করে নাইজেরিয়া পুলিশ। এর কয়েকদিন পর জরিমানার বিষয়টি প্রকাশ্যে এল। অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয় না আন্তর্জাতিক এ ক্রিপ্টো ফার্ম।

আফ্রিকার বৃহত্তম অর্থনীতি নাইজেরিয়া বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বাজারগুলোরও একটি। ২০২৩ সালের জুন পর্যন্ত নাইজেরিয়ার মোট জিডিপির প্রায় ১২ শতাংশের সমতুল্য ক্রিপ্টোকারেন্সি লেনদেন হয়েছিল।

গত সপ্তাহের দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওলায়েমি কার্ডোসো জানান, নাইজেরিয়া থেকে প্রায় ২৬ বিলিয়ন বা ২ হাজার ৬০০ কোটি ডলার তহবিল স্থানান্তর করেছে বাইন্যান্স, যার কোনো হদিস পাওয়া যায়নি।

নাইজেরিয়ায় ক্রিপ্টোকারেন্সির লেনদেন অবৈধ নয়। তবে সেখানে কার্যক্রম পরিচালনার জন্য সংস্থাগুলোকে নিবন্ধন নিতে হয়। নাইজেরিয়ার প্রেসিডেন্টের একজন উপদেষ্টা জানিয়েছেন, বাইন্যান্স নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার